বলিউডের বাকি তারকাদের তুলনায় বেশি কর দেন কঙ্গনা। এমনটাই দাবি করলেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি জানালেন তার হাতে কোন কাজ নেই, অভাবে আছেন তিনি। আর এ কারণে গত বছরের কর এখনো দিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত সমস্যা তুলে ধরলেন অনুরাগীদের কাছে। বলা বাহুল্য, তারকাদের ব্যক্তিগত কোন তথ্যই বেশি দিন গোপন থাকেনা। কোন না কোন ভাবে বাতাসের আগেই ভেসে বেড়ায় সেসব তথ্য।
৮ জুন ইনস্টা স্টোরিতে কুইন জানিয়েছেন, দেশের সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দাতাদের মধ্যে তিনি অন্যতম একজন। বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনিই সব থেকে বেশি আয়কর দিয়ে থাকেন। আয়ের ৪৫ শতাংশই কর দেন কঙ্গনা, এমন দাবি তার। এই প্রথমবার তিনি করের পুরো টাকা দিতে পারেননি। কাজ না থাকায় অর্ধেক টাকা দিয়েছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার এমন অভিজ্ঞতায় সম্মুখীন হলেন এই তারকা। ঠিক সময় মতো কর না দিতে পারলে গুনতে হবে বাড়তি কর।
এই মুহুর্তে মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনা অভিনীত জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’। এছাড়াও হাতে রয়েছে ‘ধাকড়’, ‘তেজস’, ‘মনিকর্ণিকা রিটার্নস ‘ এবং ‘দ্য লিজেন্ড অব দিদ্দা’ এর মতো ছবি।