অবশেষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এর আগে বেরিয়েছে সিনেমার পোস্টার। কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হলো শুটিং। মহরতে উপস্থিত ছিলেন শাকিব খান, বুবলি, পরিচালক তপু খানসহ অনেকে।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে পুরো অনুষ্ঠানটি লাইভ করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ আশিক রহমান বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে সিনেমার কাজ শেষ করতে পারি।’
আশিক রহমান আরো বলেন, ‘আমাদের হাতে আর দুমাস সময় আছে। এর মধ্যে চলবে ৩০ দিন শুটিং। বাকি সময়টা পোস্ট প্রোডাকশন ও প্রচারের কাজে লাগবে। আমাদের টার্গেট কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দেয়া।’
সকলের প্রার্থনা কামনা করে পরিচালক তপু খান বলেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ থেকে লিডারের পথ চলা শুরু হয়েছে। কাজী নজরুলের চেতনায় আমাদের লিডার এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।’