অবশেষে দ্বিতীয় পুত্রের ছবি প্রকাশ করলেন কারিনা

বলিউড তারকা জুটি কারিনা-সাইফের দ্বিতীয় পুত্রের ছবি দেখার অপেক্ষায় লাখ লাখ ভক্ত। ভক্তরা চাইছিলেন, ছবি না হোক অন্তত নামটি প্রকাশ করুক নবাব পরিবার। ভক্তদের সে প্রত্যাশা অবশেষে পূরণ হল বিশ্ব মা দিবসে। দিনটিকে আরো বিশেষ করে তুললেন কারিনা কাপুর নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট করলেন দুই পুত্রের ছবিসহ বেশ কয়েকটি ছবি! দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে কারিনা কাপুর। শেষ ছবিটিতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের সাথে।

চলতি বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হন অভিনেত্রী কারিনা কাপূর। সাইফ-কারিনার দ্বিতীয় পুত্রের আগমনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্তদের আগ্রহের অন্ত নেই। কিন্তু শিরু থেকেই ক্যামেরার নিশানা থেকে সন্তানকে দূরে সরিয়ে রেখেছিল নবাব পরিবার।

এই প্রথম একসঙ্গে দুই সন্তানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হল। কারিনা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ আশায় বেঁচে আছে পুরো দুনিয়া, এরাই আমার সুন্দর ভবিষ্যতের আশা, ভরসা, আলোর রেখা। পৃথিবীর সব সুন্দর মাকে মা দিবসের শুভেচ্ছা। ‘

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তৈমুরের কোলে সবচেয়ে ছোট নবাব নিশ্চিন্তে ঘুমাচ্ছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন