পরিচালক ওম রাউত’র প্রযোজনায় নির্মিত হচ্ছে মেগা বাজেটের সিনেমা “আদিপুরুষ”। তবে সিনেমাটির ঘোষণার পর থেকেই অজানা ছিলো অভিনেতা প্রভাসের বিপরীতে কে থাকবেন নায়িকা চরিত্রে।
পরিচালক আজ তার ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা প্রভাস ও তিনি নিজে এবং অভিনেত্রী কৃতি সানন। পরিচালক তার এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আদিপুরুষ পরিবারকে স্বাগতম জানাই’। তাহলে বোঝাই যাচ্ছে প্রভাসের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৃতি সানন। আরও জানা গেছে তিনি আদিপুরুষ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
অভিনেত্রী কৃতি সানন নিজেও টুইট করে জানিয়েছেন, আমি খুব গর্বিত এবং সম্মানিত অনুভব করছি। আমি আদিপুরুষের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। তিনি আরও লিখেছেন “এটি একটি নতুন যাত্রা শুরু হল।” অভিনেত্রী কৃতি সানন সম্প্রতি বলিউডের সেরা তারকাদের সাথেও কাজ করেছেন। অক্ষয় কুমারের বিপরীতে প্রধান নায়িকা হিসেবেও অভিনয় করেছেন।