অপূর্ব ‘বউয়ের টাকায় চলে’

অনেকদিন পর আবারো টেলিভিশন পর্দায়  নাটকে জুটি বাঁধতে চলছেন নুসরাত ইমরোজ তিশা ও জিয়াউল ফারুক অপূর্ব।  শিহাব শাহিনের পরিচালনায় ‘সে বউয়ের টাকায় চলে’ নামক নাটকটিতে তাদের আবার দেখা যাবে।

২০০৮ সালের পর একসাথে কাজ করতে দেখা যায়নি এই জুটিকে। প্রায় ১৩ বছর পর আবার স্ক্রিন শেয়ার করলেন দুজন। তাও আবার দুটি নাটকে! নাটক দুটি আসছে ঈদ উপলক্ষে।

একটি শিহাব শাহিনের ‘সে বউয়ের টাকায় চলে’, অপরটি মহিদুল মহিমের পরিচালনায় ‘রক রবীন্দ্র’।

দৈনিক সমকাল-এর তথ্য অনুযায়ী, আলফা – আইয়ের ব্যানারে নির্মিত ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকটির শুটিং শুরু হবে আগামী ৭ মে থেকে। ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে এই নাটকের দৃশ্য।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন