অন্যের মাথাব্যথা নিয়ে অবাক হিমাংশু

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকা কণ্ঠশিল্পী নেহা কাক্কারের সঙ্গে হওয়া ব্রেক-আপের বিষয় নিয়ে মুখ খুললেন হিমাংশ কোহলি। এর আগে এই বিষয়ে কখনো মন্তব্য করতে শোনা যায়নি এই অভিনেতাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতাকে ‘একজন খারাপ মানুষ ‘ হিসেবে ও অনেক মন্দ কথা শুনতে হয়েছে। তবু অভিনেতার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

এক ভিডিও বার্তায় হিমাংশ কোহলি বলেন, ‘এটা আমার ব্রেক-আপ ছিল। কেন আমাকে সবাইকে বলে বেড়াতে হবে আমার ঘরে কি হয়েছিল? কেন সবার কাছে এটা এত গুরুত্বপূর্ণ?’

তিনি আরও বলেন, ‘নেহা নিজের জীবনে এগিয়ে গিয়েছে। রোহনপ্রীতকে বিয়ে করে ও খুশি। ওর জন্য আমিও খুশি। আমিও নিজের স্বপ্নপূরণ করছি। ক্যারিয়ার নিয়ে ভাবছি। আমরা দুজনেই যদি দুজনের মতো করে খুশি থাকতে পারি। তাহলে অন্যদের এতো মাথাব্যথা কেন! আমি নিজে জানি আমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আর যদি সেটা করতাম, তাহলে হয়তো রাতে শান্তিতে ঘুমাতে পারতাম না। আমি জানি আমি মানুষ হিসেবে খারাপ নই। ভাবতে আশ্চর্য লাগে ২০২১ সালে এসেও মানুষ ২০১৮ সালের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন