অনেক দিন পর কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তার দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে  সক্রিয় ছিলেন না। অনেক দিন পর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করলেন তিনি। তা ছিলো ইনস্টা ফিল্টারে একাধিক ছবি কোলাজ করে বানানো একটি ভিডিও।

বাড়ির পুলের সামনে বসে তিনি সেলফি লুকে মুগ্ধ করেছেন তার অনুরাগীদের। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। ভিডিওর শিরোনামে কারিনা লিখেছেন, ‘ইনস্টাগ্রামের ফিল্টারের সঙ্গে মঙ্গলবারের মুড।’

অপরদিকে কারিনার এই পোস্টটিকে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সেই সাথে জ্যাকলিন, সারা আলি খান সহ ইন্ডাস্ট্রির অনেকেই মন্তব্য করেছেন সেখানে।এছাড়াও কারিনা বোল্ড লুকে একটি মিরর সেলফি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি জানিয়েছেন, আয়নায় যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেগুলো অনেকটা কাছ থেকেই। তাই দুরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন নায়িকা।

খুব শিগগিরই কারিনাকে আমির খানের সাথে ‘লাল সিং চাড্ডা’তে দেখা যাবে। এছাড়াও করণ জোহরের ‘তখত’ সিনেমাতেও রয়েছেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন