অনন্ত জলিলের ভবনে এডিস মশার আস্তানা!

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলের নির্মাণাধীন ভবনের নিচতলায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। আর এজন্য জলিলের নির্বাহী প্রকৌশলীকে ৬ মাসের জেল দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। এছাড়াও ডোমিনো বিল্ডার্সের একটি ভবনেরর মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ১ জুন সকালে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশা বিস্তার রোধে অভিযানে নেমে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দেশের সংবাদমাধ্যমগুলো খবর অনুযায়ী, অভিযানের উদ্দেশ্যে ডোমিনো বিল্ডার্স এবং পাশের জলিলের নির্মাণাধীন ভবনে পরিদর্শনে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সেই সময়েই তারকার ভবনের নিচে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন জানান, এর আগেও সতর্ক করা হয়েছিল কিন্তু তারা তা আমলে নেননি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন