অডিশন থেকে বাদ পড়েছিলেন ভিকি!

অভিনেতা ভিকি কৌশল মাত্র কয়েকবছর আগেই পা রাখেন বলিউড ইন্ডাস্ট্রিতে। অভিনয় দক্ষতায় এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে অনায়াসে ফুটিয়ে তুলেছেন। ‘মাসান’, ‘মেজর বিহান শেরগিল’, ‘মনমর্জিয়া’ এর মতো সিনেমা অভিনয় করেছেন ভিকি। এছাড়াও ‘রমন রাঘব ২.০’ সিনেমায় নেশাগ্রস্ত এক মেজর চরিত্রে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

তবে এতো সব সফল ছবিতে অভিনয় করেও আক্ষেপ রয়ে গেছের ভিকির। ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে অডিশন দিয়ে ব্যর্থ হয়েছিলেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে ভিকি বলেন, ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় অভিনয় করার জন্য অডিশন দিয়েছিলাম আমি। তবে প্রধান চরিত্রের জন্য নয়। ছবিতে মিলখার বন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য চেষ্টা করেছিলাম। ছবির কাস্টিং ডিরেক্টর ছিলেন হরণীত তেহরান।’

ভিকির কথায়, তারা তাকে যথেষ্ট সুযোগ দিয়েছিলেন। ঘন্টা তিনেক ধরে বার বার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিলো না। তবুও চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বাদ পড়ে যান। ভিকি আফসোসের সঙ্গে বলেন, ‘সেদিন মনে হয়েছিল আমার দ্বারা বুঝি অভিনয়টা আর হবে না। ‘

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন