অঙ্গ প্রতিস্থাপন নিয়ে টিভি শো-তে কৌতুকের সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ।
সাসেলেনা গোমেজমাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে সেলেনা বলেন, “অঙ্গ প্রতিস্থাপন নিয়ে কৌতুক করা যে কীভাবে টেলিভিশন শোগুলোয় এমন জনপ্রিয়তা পেলো তা আমি জানি না। আশা করি পরেরবার যখন কোনো লেখকের সামনে এমন বাজে রুচির কৌতুক এসে পড়বে, সঙ্গে সঙ্গে সমালোচনা করা হবে এর, সম্প্রচার পর্যন্ত পৌঁছবে না।”
লুপাস সংক্রমণের কারণে ২০১৭ সালে এ সঙ্গীতশিল্পীর কিডনি প্রতিস্থাপন করা হয়।
সম্প্রতি কমেডি ড্রামা শো ‘দ্যা গুড ফাইট’-এর পঞ্চম সিজনের চতুর্থ পর্বে সেলেনার এ অস্ত্রোপচার নিয়ে মন্তব্য করে এক চরিত্র।
তবে এই টিভি শো সংশ্লিষ্ট একজনের বরাতে, “কেউ যদি সেলেনার অংশটুকু সহ গোটা পর্বটি দেখেন, চরিত্রগুলো এমন এক আলোচনায় ছিলো যে কোন বিষয়গুলো নিয়ে ঠাট্টা করা ঠিক নয়। আরও ছিলো বাতিলের সংস্কৃতি আর অগ্রহণযোগ্য কৌতুক করায় নিরুৎসাহিত করার বিষয়টি। বলতে চাওয়া হচ্ছিলো যে তাঁর অঙ্গ প্রতিস্থাপন ঠাট্টার বিষয় নয়।“
এর আগে ২০২০ সালের নভেম্বরে সেলেনার কিডনি প্রতিস্থাপন নিয়ে কৌতুকের কারণে সমালোচনার মুখে পড়ে টেলিভিশন সিটকম ‘সেইভড বাই দ্যা বেল’।