বলিউডের বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের ওপর অ্যাসিড হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় পায়েল ঘোষ নিজেই এই খবর জানান। বলেন, আন্ধেরিতে গাড়িতে ওঠার সময় কিছু লোক তার ওপর হামলা চালায় এবং অ্যাসিড নিক্ষেপের চেষ্টা করে। আঘাতের চিহ্নসংবলিত একটি ছবি পোস্ট করে তিনি দাবি করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত।
পায়েল বলেন, “রাত ১০টা নাগাদ আমি ওষুধের দোকান থেকে ফিরছিলাম। আমি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলাম। সেই সময়ই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার উপর হামলা করে। তাদের প্রত্যেকের মুখেই মাস্ক ছিল। ওদের হাতে লোহার রড ছিল। সেই রড দিয়ে আমার মাথায় আঘাত করে। ওই ঘটনার পর যখনই আমি ভয়ে পেয়ে চেঁচিয়ে উঠি, তখন ওরা আমার হাতের উপর লোহার রডটা ফেলে দেয়। এছাড়াও ওরা হাতে করে অ্যাসিডের বোতলও নিয়ে এসেছিল।“
পোস্টে পায়েল বলেন, যন্ত্রণায় তিনি সারা রাত ঘুমাতে পারেননি। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
২০১৭ সালে ঋষি কাপুর, প্রেম চোপড়ার সঙ্গে ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পায়েলের বলিউড অভিষেক হয়। হিন্দি ও দক্ষিণি চলচ্চিত্রের এই অভিনেত্রী বর্তমানে অশোক ত্যাগীর ‘রেড’ চলচ্চিত্রের প্রস্তুতিতে ব্যস্ত। জানা গেছে, ‘রেড’ চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনে উর্দু ভাষায় দখল আনার চেষ্টা করছেন তিনি।