সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মারাঠি চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর ঈশ্বরী তার বাগদত্তা ও দীর্ঘদিনের বন্ধু শুভমকে নিয়ে গোয়া গিয়েছিলেন। বাগা-কালাংগুট এলাকায় অঞ্জুনা বিচের রাস্তায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঈশ্বরী ও শুভম দুজনই মারা যান।
গাড়িটি পানিতে ডুবে গিয়েছিল, আর সেন্ট্রাল লকড থাকায় তারা বের হতে পারেননি বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। গোয়া পুলিশ বলছে, ২৫ বছরের ঈশ্বরীর গাড়ি বেশি গতিতে ছুটছিল। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, তা জানা যায়নি।
আগামী মাসেই ঈশ্বরী ও শুভমের বিয়ের কথা ছিল। তারা দুজনেই পুনের বাসিন্দা।