বলিউড তারকা আলিয়া ভাট ও রনবীর সিংয়ের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়েছে।
১৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন আলিয়া ভাট। এতে ছিল নির্মাণাধীন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ চলচ্চিত্রের নির্মাণ প্রক্রিয়ার নানা দৃশ্য। এই চলচ্চিত্রে আলিয়া ও রনবীরকে কেমন রূপে দেখা যাবে, তার কিছুটা আঁচ পাওয়া যায় এই ভিডিওতে। এছাড়াও চলচ্চিত্রের পরিচালক করন জোহর সহ কলাকুশলীদের অনেককেই দেখা যায়। ভিডিওটির শেষপর্যায়ে রনবীরকে জড়িয়ে ধরেন আলিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে রোমাঞ্চ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন চলচ্চিত্রটির কলাকুশলীরা। সেইসঙ্গে এই চলচ্চিত্রের জন্য সবার আশীর্বাদ চেয়েছেন।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ চলচ্চিত্রে আলিয়া ও রনবীর ছাড়াও অভিনয় করছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি।
গত ৬ জুলাই টুইটারে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দিয়ে করন জোহর বলেন,: “আমার প্রিয় মানুষদের সামনে রেখে ক্যামেরার পেছনে দাঁড়ানো নিয়ে আমি রোমাঞ্চিত! আসছে রকি অউর রানি কি প্রেম কাহানি, শীর্ষ চরিত্রে আছেন রনবীর সিং ও আলিয়া ভাট, আর লিখেছেন ইশিতা মৈত্র, শশাংক খাইতান এবং সুমিত রায়।”