শীতে মুক্তি পাবে ‘কিশমিশ’

পূর্বনির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না টলিউড তারকা দেব ও রুক্মিণী অভিনীত চলচ্চিত্র ‘কিশমিশ’।

এ বছর পূজা উপলক্ষে ‘কিশমিশ’ মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু করোনা অতিমারির কারণে শ্যুটিংয়ে বাধা পড়ায় তারিখ পিছিয়ে শীতে এই চলচ্চিত্র মুক্তির ঘোষণা দিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। গতকাল ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেব এ খবর জানান।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই চলচ্চিত্রের শ্যুটিং আজ ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে। দেব-রুক্মিণীর জুটিতে ষষ্ঠ চলচ্চিত্র ‘কিশমিশ’।

দেব জানান, ‘কিশমিশ’ চলচ্চিত্রে প্রাধান্য পাচ্ছে প্রেম। এ চলচ্চিত্রে আশির দশক, ২০১৪ সাল ও তার আশেপাশের সময় এবং বর্তমান সময় হিসেবে ২০২২-২০২৪ সালকে ধারণ করা হবে। ‘কিশমিশ’-এ অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে জানায় ভারতীয় দৈনিক এই সময়। দেব নিজের ইনস্টা প্রোফাইলে একটি অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে চলচ্চিত্রের প্রধান চরিত্র কৃশাণু ও রোহিণীর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন।

গত ২১ জুলাই কিশমিশ চলচ্চিত্রের মহরৎ সারেন দেব-রুক্মিণী। এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া সহ আর অনেকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন