তালেবানের হাত থেকে আফগানিস্তানের মানুষ ও শিল্পীদের রক্ষায় বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের উদ্দেশে সহায়তার আহবান জানিয়েছেন আফগান চলচ্চিত্র নির্মাতা সাহরা কারিমি।
১৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক খোলা চিঠিতে কারিমি লেখেন, “ভারাক্রান্ত মন আর গভীর আশা নিয়ে আমি আপনাদের উদ্দেশে লিখছি, যাতে আপনারা তালেবানের হাত থেকে আমার জনগণ – বিশেষ করে চলচ্চিত্র নির্মাতাদের রক্ষায় আমার সঙ্গে যোগ দেন। তারা আমার মানুষকে ক্ষতবিক্ষত করেছে, অনেক শিশুকে অপহরণ করেছে, শিশু কন্যাদের বিক্রি করেছে তাদের লোকদের কাছে। … এ মানবতার এক বিপর্যয়, কিন্তু বিশ্ব এখানে নীরব। … এরা সব শিল্প নিষিদ্ধ করবে। আমি আর অন্য চলচ্চিত্র নির্মাতারা হতে পারি তাদের পরবর্তী লক্ষ্য।“ বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র নির্মাতারা কারিমিকে সমর্থন দিয়েছেন।
১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। দেশত্যাগ করেন রাষ্ট্রপতি আশরাফ ঘানি।
আফগানিস্তানের জাতীয় চলচ্চিত্র সংস্থা আফগান ফিল্মের পরিচালক সাহরা কারিমি দেশটিতে চলচ্চিত্রে পিএইচডিধারী প্রথম এবং একমাত্র নির্মাতা। আফগানিস্তানে গর্ভধারণ ও গর্ভপাত সংক্রান্ত জটিলতা নিয়ে নির্মিত তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘হাভা, মারিয়াম, আয়েশা’ ২০১৯ সালে ভেনিসে প্রদর্শিত হয়।