৬০ লাখ টাকা সরকারি অনুদানের ‘গলুই’ চলচ্চিত্রের জন্য ঢালিউড তারকা শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা।
‘গলুই’ চলচ্চিত্রে এক ঢুলির চরিত্রে অভিনয় করছেন শাকিব। প্রযোজক খোরশেদ আলম খসরু এনটিভি অনলাইনকে বলেন, “পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্কসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমরা সবকিছু মিলিয়েই সুন্দরভাবে শুটিং করছি। আমাদের সিনেমায় শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।’’
এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ চলচ্চিত্রে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় এর শুটিং চলছে।
এই বছরের শুরুতে দিকে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘কম বাজেটে ১০০ সিনেমা’ ঘোষণার সমালোচনা করে শাকিব বলেন, বিগ বাজেটের ভালো ছবি একটি হলেই যথেষ্ট। গত সপ্তাহে সেই সমালোচনার জবাব দিতে গিয়ে ‘গলুই’ চলচ্চিত্রের বাজেটের দিকে ইঙ্গিত করেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তবে এবার জানা গেলো, প্রযোজক খসরু আসলে বড় অঙ্কের টাকাই ঢালছেন।
এর আগে খসরু বলেছিলেন, “শাকিব প্রথম বার অনুদানের সিনেমা করছে; অনুদানের সিনেমা বলতে এত দিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করতে চাচ্ছি। অনুদানের সিনেমা বলে এত দিন মনে হতো কম বাজেটের সিনেমা, টেলিভিশনে মুক্তি। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি।’’
‘গলুই’ চলচ্চিত্রে শাকিব-পূজা ছাড়াও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। আর গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ ও কণা।