টলিউড টিভি-চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই ঠোঁটকাঁটা স্বভাবের। তবে এ নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য হলেও তার ধার ধারেননি এই তারকা। তার খোলামেলা পোশাক পরা নিয়ে সমালোচনারও কারো ধার ধারেন না তিনি। বামপন্থী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ভালো কে ভালো, মন্দকে মন্দ বলাই তার স্বভাব।
সম্প্রতি এই তারকা ফটোশুটে অংশ নিয়েছিলেন। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বেশ আলোচিত হয়েছেন তিনি। নতুন বোল্ড লুকে শ্রীলেখা মিত্র সামাজিক মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছেন।
সাদা-কালো আবহে রানা বসুর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রীলেখা মিত্র। তার পরনে শার্ট, খোলামেলা চুলে মোহনীয় হয়ে উঠেছেন শ্রীলেখা। কখনো তার ঠোঁটে সিগারেট, কখনো আবার চেয়ারে বসে হাসিমুখে পোজ দিচ্ছেন।
শেয়ার করা ছবির শিরোনামে তিনি লিখেছেন, ‘নো মেকআপ, নো লাইট, নো এডিটিং।’ কোনো কিছু ছাড়াই রানা বসুর ক্যামেরায় ধরা দিলেন তিনি। ছবি গুলোর জন্য অনুরাগীদের কাছ থেকে বেশ প্রশংসাও পেয়েছেন শ্রীলেখা।
এদিকে অভিনয় ও পরিচালনা দুদিক নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন শ্রীলেখা। আপাতত পরিচালক অংশুমান প্রত্যুষের সিনেমা নিয়ে ব্যস্ত এ তারকা।