মেথড অ্যাক্টিং এর জনক দিলীপ কুমার – আলমগীর

এক মহানায়কের প্রস্থান হলো। উপমহাদেশের কালজয়ী অভিনেতা দিলীপ কুমার আর আমাদের মাঝে নেই। ৭ জুলাই মুম্বাইয়ের একটি হাসপাতালে এই ‘ট্র্যাজেডি কিং’ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা ও রাজনীতিবিদেরা।

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে নায়ক আলমগীর বলেন, ‘তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। কদিন পরপরই হাসপাতালে যেতে হয়েছিল তাকে। সেখান থেকে এখন শান্তি পেলেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি।’

আরটিভিকে তিনি আরো বলেন, ‘দিলীপ কুমার কত বড় ছিলেন সেটা মাপার ক্ষমতা আমাদের থাকা উচিত না, নেইও। একটি কথা বলবো, যেটা বই পড়ে বা বড় গুণী ব্যক্তিদের কথা শুনে জানতে পেরেছি। পৃথিবীতে অভিনয়ের অনেক ধারাই আছে, উনি একটি ধারা আবিস্কার করে অভিনয়টা করতেন। সেটা হলো মেথড অ্যাক্টিং। মেথড অ্যাক্টিংয়ের জনক ছিলেন উনি। আরেকজন বড় অভিনেতা হলিউডের মার্লোন ব্রান্ডোও মেথড অ্যাক্টিং করতেন। ওনার শুরু ছিল ১৯৫০ সালে। কিন্তু দিলীপ কুমারের শুরুটা ১৯৪৪ সালে। তাই ম্যাথড অ্যাক্টিংয়ের জনক আমার হিসেবে দিলীপ কুমারই।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন