মাদক রাখার অভিযোগে গ্রেফতার আরমান

মাদকদ্রব্য রাখার অভিযোগে বলিউড অভিনেতা এবং সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলিকে গ্রেফতার করা হয়েছে।

২৮ আগস্ট আরমান কোহলির বাসায় তল্লাশি চালিয়ে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) মাদকদ্রব্য উদ্ধার করে। মুম্বাইয়ের এনসিবির দপ্তরে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ২৯ আগস্ট সকালে আরমানকে গ্রেফতার করা হয়।

এনসিবির মুম্বাইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, মাদক রাখার ব্যাপারে তদন্তকারীদের যথাযথ জবাব দিতে পারেননি আরমান। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ।

মুম্বাইয়ের মাদক পাচার চক্রের খোঁজে ‘রোলিং থান্ডার’ অপারেশন চালাচ্ছে এনসিবি। এ অপারেশনে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বলিউডের অনেকের মধ্যে আরমানের নামটিও উঠে আসে। এই অভিযানে এরই মধ্যে টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিত সহ সাত জন গ্রেফতার হয়েছেন। এছাড়াও গ্রেফতার হয়েছেন নাইজেরিয়ার দুই নাগরিক।

আরমান কোহলি ‘জানি দুশমন’ (২০০২), ‘এলওসি: কারগিল’ (২০০৩), ‘প্রেম রতন ধন পায়ো’ (২০১৫) সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৩ সালে ‘বিগ বস’ টিভি রিয়েলিটি শোয়ের সপ্তম মৌসুমে এক সহপ্রতিযোগীকে হয়রানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন