কালার্স টেলিভিশনের পর্দায় নাচের রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানা-থ্রী’র মঞ্চে এবার অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের নায়িকা মাধুরী দীক্ষিত ও রবীনা ট্যান্ডন। দুই অভিনেত্রী একে অন্যের গানে পারর্ফম করে মঞ্চ মাতালেন।
রবীনার ‘টিপ টিপ টিপ বরসা পানি’ গানের তালে নাচ করেছেন মাধুরী। অন্যদিকে মাধুরীর ‘ধক ধক করনে লাগা’ গানটিতে নাচ করতে দেখা গেছে রবীনাকে। এরপর গোবিন্দার ‘আখিও সে গোলি মারে’ গানে একসঙ্গে নৃত্য করেন তারা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই দর্শকদের মুগ্ধ করেছে। নব্বই দশকের এই দুই হার্ট থ্রোব নায়িকার নাচ দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা।
সর্বশেষ অভিনেত্রী মাধুরীকে দেখা গেছে ‘কলঙ্ক’ ছবিতে। মাধুরী ছাড়াও সেই ছবিতে আরো ছিলেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সোনাক্ষি সিনহা, সঞ্জয় দত্ত।
অন্যদিকে রবীনাকে খুব শিগগিরই দেখা যাবে ‘কেজিএফ টু’ সিনেমায়। ছবিতে আরো আছেন দক্ষিণি তারকা ইয়াস ও সঞ্জয় দত্ত।