৭ জুলাই নিজেদের ৬ষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিনেতা শহিদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুত। বিশেষ দিনে অনুরাগীদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন এই জুটি।
এদিন ইনস্টাগ্রামে মীরার শেয়ার করা ছবি ও শুভেচ্ছা নোট অনুরাগীদের সিক্ত করে তুলেছে। মীরা শাহেদকে নিয়ে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে শাহেদকে জড়িয়ে ধরে আছেন মীরা। অন্যদিকে শহিদ মীরার কপালে চুমু দিচ্ছেন।
ছবিটি পোস্ট করে মীরা শহিদ কাপুরকে উদ্দেশ্য করে লেখেন, ‘আমি তোমাকে এতটাই ভালোবাসি, যা শব্দাতীত। হ্যাপি সিক্স, আমার ভালোবাসা, আমার জীবন।’
২০১৫ সালের ০৭ জুলাই এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালের আগষ্টে এই জুটির প্রথম কন্যাসন্তান মিশা জন্ম নেয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ছেলে সন্তান জৈন জন্ম নেয়।