‘বনমালী তুমি’-তে দুই বোন

এ প্রজন্মের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী সাথি খান এবং অন্যদিকে সময়ের আলোচিত মডেল সামান্তা শিমু সম্পর্কে দুই বোন। এবার দুই বোনকে একসাথে দেখা গেল একটি গানে। একজন গানে কণ্ঠ দিয়েছেন এবং অন্যজন অভিনয় করেছেন। ‘বনমালী তুমি’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাথি খান এবং মডেল হিসেবে রয়েছেন সামান্তা শিমু ও আসিফ ইমরোজ।

‘বনমালী তুমি’ নামের এই গানচিত্রটি সিডি চয়েসের ব্যানারে উন্মুক্ত হয়েছে ৩ জুন। প্রকাশের পর থেকেই বেশ সাড়া ফেলেছে গানটি।

দ্বীন শরৎ এর বিখ্যাত এই ‘বনমালী তুমি’ গানটির প্রথম দুটি লাইন ঠিক রেখে নতুন আয়োজনে গানটি লিখেছেন কাজী শাহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম। এই গানটির ভিডিও নির্মাণ করেছেন রোহান বেলাল।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন