প্রায় তিনবছর আগে ‘এ স্টার ইজ বর্ণ’ সিনেমায় একসাথে কাজ করেছিলেন দুই মার্কিন তারকা লেডি গাগা ও ব্রাডলে কুপার। সেই সিনেমা থেকে তাদের বন্ধুত্বের যাত্রা শুরু। এই দুই সংগীতশিল্পী তাদের অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।
সিনেমাটি মুক্তির বেশ কিছুদিন পরে গুঞ্জন রটে এই জুটির প্রেমের সম্পর্ক চলেছে। আর এমন সংবাদও মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয় যে বন্ধুত্ব থেকে প্রেমের দিকে অগ্রসর হচ্ছেন তারা। তাদের এই প্রেমের গুঞ্জন শুরু হয় এই দুই তারকাকে একসঙ্গে শপিংমলে দেখাকে ঘিরে।
সম্প্রতি লেডি গাগার একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধমে ভাইরাল হয়েছে। তারকা লেডি গাগা বছর দুই আগে একটি অনুষ্ঠানে অপেরাহ উইনফ্রের সাথে সাক্ষাৎকারের সময় বলেছেন, ‘গুঞ্জনটি তোলার জন্য আমি প্রেসকে খুব নির্বোধ মনে করছি। আমরা একটি প্রেমের গল্প করছি। অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে অবশ্যই আমরা চেয়েছিলাম লোকেরা বিশ্বাস করুক যে আমরা প্রেমে পড়েছি।’
গাগা আরও যুক্ত করেন, ‘ক্যামেরার লেন্সের সামনে নিজেদের সেরাটা উপহার দিতে আমরা কঠোর পরিশ্রম করেছি।’