পুরোনো নামে ইনডালোর নতুন গান

ভক্তদের চমকে দিতে পুরোনো অ্যালবামের শিরোনামে নতুন গান মুক্তি দিয়েছে বাংলাদেশি রক ব্যান্ড ইনডালো।
২৪ সেপ্টেম্বর ইনডালোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘কখন কীভাবে এখানে কে জানে’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে। ২০১৫ সালে এই নামেই তাদের একটি অ্যালবাম মুক্তি পেয়েছিল, কিন্তু তাতে এই শিরোনামের গানটিই ছিল না। এবার ‘উত্তর খুঁজি দক্ষিণে’ শিরোনামে নতুন একটি অ্যালবামে গানটি থাকছে। গানটির কথা লিখেছেন জুবায়ের হাসান, ভিডিও পরিচালনায় আছেন রেহান রহমান।

ইনডালোর ভোকাল ও অভিনেতা জন কবির দৈনিক প্রথম আলোকে বলেছেন, “আমরা তখন অ্যালবামের সব গানের একটি থিম শিরোনাম হিসেবে নামটি রেখেছিলাম। গানটি তখন তৈরি করিনি। কিন্তু নামটি ইচ্ছা করেই রেখেছিলাম। একটু কৌতূহল তৈরির চেষ্টা করেছিলাম। অ্যালবামে নামটি থাকায় ভক্তরা তখন একই শিরোনামে গানটি চাচ্ছিলেন। ভেবেছিলাম গানটি করব, কিন্তু করা হয়নি। করোনার মধ্যে আমাদের সদস্য জুবায়ের একই শব্দ দিয়ে যখন গানটি গাওয়ার চেষ্টা করলেন, তখন মনে হয়, ‘কখন কীভাবে এখানে কে জানে’ সুন্দর একটি গান হতে পারে। আমার কথা শুনে সে বলল, একটু কনফিউজ লাগছে। বললাম, হোক না কনফিউজড। কী আছে জীবনে। এভাবে কাজটি শেষ করেছি।“

‘উত্তর খুঁজি দক্ষিণে’ অ্যালবামের তিনটি গানের রেকর্ডিং এরই মধ্যে হয়ে গেছে। জন বলেন, “এখন তো অ্যালবামের যুগ নেই। তবে তিনটি গান অনলাইনে ছাড়লেও বাকি গান রেডি করে আমরা অ্যালবাম আকারেই অনলাইনে ছাড়তে চাই। দীর্ঘদিন করোনার কারণে আমরা গান করতে পারিনি। এখন নিয়মিত গান করে যেতে চাই।’’

ইনডালো ব্যান্ডের সদস্যেরা হলেন জন কবির (ভোকাল ও গিটার), ডিও হক (ড্রামস), জুবায়ের হাসান (ভোকাল ও গিটার) ও বার্ট নন্দিত আড়েং (ভোকাল ও বেজ)।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন