পাঁচে হইচই, আসছে পাঁচ

পাঁচ পরিচালক

পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশি পাঁচ পরিচালকের পাঁচটি নতুন অরিজিনাল সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই।
ওয়েব সিরিজগুলো হলো শঙ্খ দাস গুপ্তের ‘বলি’, তানিম নূরের ‘কাইজার’, অমিতাভ রেজা চৌধুরীর ‘বোধ’, সৈয়দ আহমেদ শাওকির ‘কারাগার’ এবং আশফাক নিপুণের ‘সাবরিনা’। জেনে নেওয়া যাক সিরিজগুলোর সারসংক্ষেপ :

বলি
প্রাচীন লোককাহিনির ছায়া অবলম্বনে নির্মিত এই অ্যাকশন থ্রিলারের মূল চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও সোহেল মণ্ডল।

কাইজার
কাইজার একজন ভিডিও গেমে আসক্ত ডিটেকটিভ। অস্বাস্থ্যকর সব অভ্যাস তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলে।

বোধ
একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বোধের জাগরণ এবং বিবেকের দংশন নিয়ে নির্মিত হচ্ছে এই সিরিজ।

কারাগার
জেলের ৫০১ নম্বর সেলে থাকা এক কয়েদির দাবি, সে ২০০ বছর ধরে এখানেই বন্দী।

সাবরিনা
এই সিরিজে দুই নারীকে কেন্দ্র করে সামাজিক অবস্থান নির্বিশেষে নারীদের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে।

হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান বলেন, “দেশজুড়ে দর্শকরা যেভাবে আমাদের সাদরে গ্রহণ করেছে তাতে আমি অভিভূত। তাদের এই ভালোবাসার কারণেই আমরা আমাদের পার্টনারশিপ গুলোর মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে পেরেছি। আরও একটি বছরের প্রারম্ভে আমরা দর্শকদের আরও চমকপ্রদ কন্টেন্ট উপহার দিতে চাই এবং এই লক্ষ্যে আমরা দুই বাংলার সেরা নির্মাতাদের সাথে কাজ করছি।”
বাংলাদেশে নির্মিতব্য পাঁচটি সিরিজ ছাড়াও হইচই আরো বারোটি অরিজিনাল সিরিজের ঘোষণা দিয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন