‘নূর’ চলচ্চিত্রে শুভর সঙ্গে ঐশী

‘নূর’ চলচ্চিত্রে আরও একবার আরেফিন শুভর সঙ্গে জুটি বাঁধছেন ২০১৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।

শাপলা মিডিয়ার প্রযোজনায় রায়হান রাফী পরিচালিত ‘নূর’ চলচ্চিত্রের জন্য সর্বশেষ বিধিনিষেধের আগেই চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি বলেন, “গল্পটা পুরোপুরি শোনার পর মনে হচ্ছিল, এমন গল্পের অংশ হতে কে না চায়। পুরোপুরি একটি প্রেমের গল্প।“ তবে গল্প ও চরিত্র আপাতত গোপন রাখার নির্দেশ আছে বলে জানান তিনি।

করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পরে ১১ সেপ্টেম্বর থেকে পাবনায় ‘নূর’ চলচ্চিত্রের টানা ২০ দিনব্যাপী শুটিং শুরু হয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, “প্ল্যানিং চূড়ান্ত হওয়ার পর থেকে প্রতিদিন পরিচালক, সহকারী পরিচালক, লাইট, ক্যামেরা, প্রোডাকশন টিম সবার সঙ্গে বসতে হয়েছে। আমার কাজে কোনো গাফিলতি হলে শুটিং বন্ধ। এটা অনেক বড় দায়বদ্ধতা। আগে শুটিং শেষ করলেই আমার দায়িত্ব শেষ হয়ে যেত। পরে প্রচারণায় অংশ নিতাম। এবার শুটিং শেষ করেও আমাকে পেছনের কাজগুলোতে থাকতে হবে।“

এর আগে আরিফিন ও ঐশী একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। দুই পর্বের এই চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঐশী বলেন, “আমার জীবনের প্রথম চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। এই চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে পেয়েছি শুভ ভাইয়াকে। আমি তো নিজেকে ব্লেসড ভাবি। কারণ, প্রথম সিনেমায় তাঁর মতো কো-আর্টিস্ট পেয়েছি। আমি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি কিন্তু তাঁর মতো দায়িত্বশীল সহশিল্পী খুবই কম দেখেছি। তাঁকে আমার দারুণ একজন ছায়াসঙ্গী মনে হয়। তাই তো তাঁর সঙ্গে কাজ করতে খুবই পছন্দ করি।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন