ধীরেসুস্থে চলচ্চিত্রে ফিরবেন ফারাহ খান

করোনাভাইরাস পরিস্থিতিতে চলচ্চিত্রে ফিরতে তাড়াহুড়ো নেই বলিউডি পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের।

তিনি বলেন, “বিশ্বের সবখানে সবার জন্যই খুব কঠিন এক সময় এখন… বাসায় যতই আরামে থাকুক না কেন, কেউই এত অনিশ্চয়তা আর উদ্বেগের মাঝে টানা এতদিন বসে থাকাটা পছন্দ করে না। আমি অভিযোগ করছি না – কারণ আমার জীবন ভালো যাচ্ছে; কিন্তু আপনি যদি জানেন না এরপর কী হতে যাচ্ছে, এতে মা হিসেবে হোক আর পেশাদার একজন মানুষ হিসেবে হোক, আপনি চাপ অনুভব করবেনই।“

তবে লকডাউনের পর এখনই কাজ শুরু করার সময় হয়েছে বলে মনে করেন না ফারাহ – “দুই বছরে যে পরিমাণ চলচ্চিত্র আটকা পড়ে আছে তা যখন মুক্তি পাবে, তখন আমাদের সবার কাজের পরিবেশ আরও ভালো হবে। আমার পরের কাজের জন্য পরিকল্পনা তৈরি আছে, সব সাজানোই আছে, তবে আমি কোনো চাপ নিচ্ছি না। যখন হওয়ার তখনই হবে।“

করোনাভাইরাস পরিস্থিতির আগে পরের চলচ্চিত্রের কাজে আঁটঘাট বেঁধে কাজে নেমেও পিছিয়ে যেতে বাধ্য হন ফারাহ খান। তবে এ নিয়ে আক্ষেপ নেই তাঁর। বলছেন, “আজ আমি যখন পেছনে তাকাই, আমি ভাবি ‘ভালোই হয়েছে শুরু হয়নি, তাহলে আটকে যেত।‘ এ মহামারি আমাকে এক শিক্ষা দিয়েছে, আর আমি আশা করি অন্যদেরও। যখন যা ঘটার তা ঘটেই, আর আমরা না বুঝে এই ইঁদুর দৌঁড়ে নিজেদের জীবন পার করে দেই।“

ফারাহ বর্তমানে একটি টিভি রিয়েলিটি কমেডি শো-তে বিচারকের দায়িত্ব পালন করছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন