আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমসের অসংখ্য গান নিয়ে ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ শুরু হয়েছে।
‘নগরবাউল’ জেমস ছাড়াও আরও কয়েকজন বরেণ্য শিল্পীদের গান নিয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। শিল্পীদের পরিবার এবং কপিরাইট অফিস সহ সংশ্লিষ্ট উদ্যোক্তাদের যৌথ প্রচেষ্টায় বরেণ্য শিল্পীদের গান ও সংগৃহীত নানা নথি নিয়ে ডিজিটাল আর্কাইভ তৈরির কাজটি করা হচ্ছে।
জেমসের ডিজিটাল আর্কাইভ প্রসঙ্গে কপিরাইট অফিসের একজন কর্মকর্তা বলেন, “আমরা যোগাযোগ করেছি। প্রাথমিকভাবেও আলাপ হয়েছে। আশা করছি খুব শিগগিরই চূড়ান্ত একটি পরিকল্পনায় আমরা পৌঁছতে পারবো।”
বাংলাদেশে সাংগঠনিকভাবে বা রাষ্ট্রীয় উদ্যোগে এই ধরনের সংগ্রহের নজির খুব কম। সেক্ষেত্রে এই আর্কাইভ তৈরির ঘটনা সারাবিশ্বে জেমসের ছড়িয়ে থাকা ভক্তদের জন্য দারুণ এক সুখবর।
জেমস বলেন, “উদ্যোগটা নেয়া হলে সাধুবাদ জানাই। তবে আমি অফিসিয়ালি কোনো কিছুই জানি না।”
এর আগে বিখ্যাত রক আইকন আইয়ুব বাচ্চুর সব কাজ এবং সংশ্লিষ্ট নথির সমন্বয়ে ডিজিটাল আর্কাইভ তৈরি করা হয়েছে।