আগামী ডিসেম্বরে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতে একযোগে মুক্তি পাবে বাংলাদেশি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘বিফোর আই ডাই’।
৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজিত হয়। এতে পরিচালক মিনহাজ কিবরিয়া জানান, গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের নায়ক ইফতি আহমেদ, নায়িকা আফ্রি সেলিনা সহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
নির্মাতা মিনহাজ বলেন, “এটি সব শ্রেণীর দর্শকদের মন ভরাবে। কারণ বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে পুরো ছবিতে। আর আন্তর্জাতিক বাজারেও এ ছবিটি বাংলাদেশের চলচ্চিত্রের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করছি।’’
‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রে ইফতি-আফ্রি ছাড়াও আরও অভিনয় করেছেন আমান রেজা, শম্পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ। গত বছর লন্ডন ও ঢাকার বিভিন্ন লোকেশনে এই চলচ্চিত্রের শুটিং সম্পন্ন হয়েছে।