করোনা মহামারিতে বিনোদনের ভরসা এখন ওটিটি প্লাটফর্ম। তাই প্রযোজকেরাও ঝুঁকছেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মের দিকে। আর এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে শাকিব-বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমা। শাপলা মিডিয়া প্রযোজিত বড় বাজেটের এই সিনেমা ওটিটি প্লাটফর্ম ‘সিনেবাজ’-এ মুক্তি পাবে বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে একাধিক বার সিনেমাটির মুক্তির ঘোষণা দেয়া হলেও নানা কারণে পিছিয়ে পড়ে।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এনটিভিকে জানিয়েছেন, ‘সিনেমা হল বন্ধ, সে কারণে ঈদে হলে বিগ বাজেটের সিনেমাটি চালাবো কি না- এখনও সিদ্ধান্ত হয়নি।’
সিনেমার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেছেন, ‘সিনেমাটির বাজেট সব মিলিয়ে চার কোটি টাকা। ঈদে অ্যাপে আসছে।’ তবে সিনেমাটি উপভোগ করতে দর্শকদের কত টাকা গুণতে হবে তা জানা যায়নি।