জীবনে বহুবার প্রেম এসেছে শ্রাবন্তির। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও বারবার হয়েছে বিচ্ছেদ। রোশন সিং এর সঙ্গে তৃতীয় বিয়েও বিচ্ছেদের দ্বারপ্রান্তে। এসব কারণে হতাশাগ্রস্ত হতেই পারতেন তিনি। কিন্তু তার কর্মজীবনে এসব ব্যক্তিগত অনুভূতি কোনো প্রভাব ফেলে না। স্বাচ্ছন্দে সাবলীলভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি করা ফটোশুটের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে শ্রাবন্তী জানালেন কি করে হতাশ না হয়ে থাকা যায়। ছবিতে কালো রঙের গাউনে, খোলা চুলে মোহনীয় ভঙ্গিতে দর্শকদের মন কেড়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সাথে লেখা শিরোনামে তিনি জানিয়েছেন হতাশাগ্রস্ত না হওয়ার উপায়। তার মতে, ‘হতাশ না হওয়ার সব থেকে ভাল উপায় হল, উঠে দাঁড়িয়ে নতুন কিছু করা।’
শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদের গল্প কারো অজানা নয়। রোশন সিং এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগেই গুঞ্জন রটেছে অভিরূপ নাগ নামের এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন তিনি। উল্লেখ্য, রোশন-শ্রাবন্তীর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২১ আগস্ট।