বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা দিয়ে ‘প্যাড ম্যান’, ‘টয়লেট এক প্রেম কথা, ‘সুই ধাগা’র মতো চলচ্চিত্র বলিউডে নির্মিত হচ্ছে। এই তালিকায় এবার যোগ হলো তেজস দেওস্করের ‘ছত্রিওয়ালি’। একজন কনডম পরীক্ষককে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে এই ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ১৩ নভেম্বর চলচ্চিত্রটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘ছত্রিওয়ালি’ চলচ্চিত্রের ফার্স্ট লুক শেয়ার করে রাকুল বলেন, “মৌসুমের বাইরেও যেকোনো সময় বৃষ্টি হতে পারে, আপনার ছাতা প্রস্তুত রাখুন।’’ বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই জানায়, সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। চলচ্চিত্রের প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা।
কনডম পরীক্ষকের চাকরি সাধারণ বেতনভুক্ত কর্মচারীর মতোই। উৎপাদনের পর পণ্য পরীক্ষার জন্য নিয়োজিত প্রাপ্তবয়স্ক কর্মীদের দেয়া হয়। তাদের অভিজ্ঞতা ও সিদ্ধান্তের ভিত্তিতে বাজারে ছাড়ার আগে প্রয়োজনে পণ্যের গুণগত মানে পরিবর্তন আনা হয়। এক সাক্ষাৎকারে রাকুল বলেন, “আমি একই সঙ্গে ভীষণ রোমাঞ্চিত এবং উচ্ছ্বসিত। আমার মতে, কিছু কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলার দরকার আছে। জ্ঞান দিচ্ছি না, বলছি, হালকা মেজাজে আলোচনা করা ভালো। ঠিক এই কারণেই এই চরিত্রটি আমার এত পছন্দ হয়েছে।’’
নির্মাতা তেজস বলেন, “আমাদের চলচ্চিত্রটি সামাজিক–পারিবারিক বিনোদনমূলক ছবি, যার লক্ষ্য কনডমের ব্যবহারকে কলঙ্কমুক্ত করা। আমরা সত্যিই উচ্ছ্বসিত যে চলচ্চিত্রটি শুটিং ফ্লোরে গেছে। রাকুল তার প্রতিটি চরিত্র জীবন্ত করে তোলেন। এমন একটি সংবেদনশীল এবং চিন্তার খোরাক বিষয়ে নির্মিত চলচ্চিত্র দেখতে বসে দর্শকেরা কমেডির রোলার-কোস্টার রাইডটাও উপভোগ করবেন।’’