ভাইয়ের জন্মদিনে মিথিলার পরিচয় হয় এক জোকারের সঙ্গে। সে খুব অবাক হয়ে খেয়াল করে, এই লোকটা সবাইকে আনন্দ দিচ্ছে, কিন্তু তার ভিতরে যে চাপা কষ্ট রয়েছে তা তার চেহারায় স্পষ্ট।
মিথিলা মনে মনে ঠিক করে, যে করেই হোক মিস্টার জোকারের দুঃখ সে দূর করবে। সে বন্ধু হয়ে যায় উচ্ছলের অর্থাৎ জোকার চরিত্রের শাওনের।
আর দুজনের এই বন্ধুত্ব থেকে ভালোলাগা আর আস্তে আস্তে শুরু হয় ভালোবাসা। কিন্তু এক পর্যায়ে ভুল বুঝে মিথিলা হারিয়ে ফেলে জোকারকে। তৈরি হয় দূরত্ব। মিথিলার বিয়ে ঠিক হয় আরেকজনের সঙ্গে। ঠিক তখনই জোকার তার নিজস্ব সাজে অদ্ভুতভাবে হাজির হয়ে যায় তার সামনে। এইভাবে এগিয়ে যাবে গল্প। ক্লোজআপ নিবেদিত উৎসবে ‘কাছে আসার গল্প কেউ কেউ ফিরেও তো আসে’ থিমের এই নাটকের নাম ‘মন বাড়িয়ে ছুঁই’।
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর খবর,
আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
নাটক প্রসঙ্গে নির্মাতা সুমন বলেন, ‘বিয়ের আসরেই জোকার হিসেবে হাজির হয় শাওন। আর সেই সাজেই তাদের পুনর্মিলন হয়। টয়ার বাবা মেয়েকে তুলে দেন জোকারের হাতে। রোমান্টিক এ নাটকটি দীপ্ত টিভির ঈদ আয়োজনের জন্য তৈরি।’
‘মন বাড়িয়ে ছুঁই’ দীপ্ত টিভিতে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায়।