আসছে আরিয়ানের দ্বিতীয় ওয়েব ফিল্ম

‘বড় ছেলে’ নাটক খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান খুব শিগগিরই তার দ্বিতীয় ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ নির্মাণ করতে যাচ্ছেন।

ওয়েব ফিল্মটি সম্পর্কে পরিচালক অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘আমি আমার দ্বিতীয় ওয়েব ফিল্মের কাজ শুরু করবো। সব ঠিক থাকলে আসছে ঈদের পরেই শুটিং শুরু হবে।’ তবে ওয়েব সিনেমাটিতে কারা অভিনয়ে করছেন সে সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি এবং কোন প্লাটফর্মে এটি প্রচারিত হবে সে সম্পর্কেও কিছু বলেননি আরিয়ান।

নিজের কাজ নিয়ে তিনি আরও বলেন, ‘আমি বছরে দুটি সিনেমা করতে চাই। সিনেমা দুটি বড় পর্দার জন্যও হতে পারে আবার ওটিটি প্লাটফর্মের জন্যও হতে পারে। যদি ওটিটির জন্য হয়, তাহলে অবশ্যই বড় মাপের হতে হবে। আমি এমন পরিকল্পনাতে আগাচ্ছি। ‘

আরিয়ান আরও জানালেন, তার হাতে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাবও রয়েছে। এ বছর আর তিনি নতুন কোন কাজ করবেন না। নতুন বছর নতুন কাজ নিয়ে সবার সামনে আসবেন তিনি।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন