ঢালিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী আবারো জুটি বেঁধে হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। এবার তাদের কণ্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিরো রে।’
একুশে টিভি অনলাইনের খবর, আইপিডিসি আয়োজিত সংগীত আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ূয়া।
একই আয়োজনের প্রথম আসরে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন গেয়েছিলেন ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি। এটি প্রকাশের পর দারুণ সাড়া ফেলেছিল শ্রোতার মাঝে। সেই সঙ্গে গানটি নিয়ে সমালোচনায় পড়তে হয়েছিল তাদের।
এই গানটি নিয়ে বেশ আশাবাদী চঞ্চল চৌধুরী, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পেশাদার শিল্পী নই, ভালো লাগা থেকেই গান করি। ‘সর্বত মঙ্গল রাধে’ গানের পর ‘নিশা লাগিলো রে’ গানটি গাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং শিকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়া। এর বেশি প্রত্যাশা কখনোই ছিল না। এখন তাই গান শোনার পর শ্রোতা বিচার করবেন কেমন গেয়েছি।’
অন্যদিকে গান প্রসঙ্গে শাওন বলেন, ‘আইপিডিসি আমাদের লোকগান সর্বস্তরে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘আমাদের গান’ অনুষ্ঠানের জন্য নতুনভাবে হাছন রাজার ‘নিশা লাগিলো রে’ গানটি রেকর্ড করা হয়েছে। এর আগে শ্রোতারা নারী ও পুরুষ কণ্ঠে বিভিন্ন সময় গানটি শুনেছেন। এবার দ্বৈত কণ্ঠে শোনার সুযোগ পাবেন। পার্থ বড়ূয়ার ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজনের এই গানটি শ্রোতাকে মুগ্ধ করবে বলেই আমার ধারণা।’
আসছে ঈদে ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের আয়োজন আইপিডিসির নিজস্ব চ্যানেলে দর্শকরা এটি দেখতে পাবেন।