আফগানদের জন্য ইনস্টাগ্রামে জোলি

আফগানদের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এসেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

কখনো কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে না থাকলেও গত ১৯ আগস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন অ্যাঞ্জেলিনা জোলি। নিজের প্রথম পোস্টে তিনি একটি হাতে লেখা চিঠির ছবি শেয়ার করেন। লেখেন, “এই চিঠি আফগানিস্তানের একটি বাচ্চা মেয়ে আমাকে পাঠিয়েছে। আফগান লোকজন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতে এবং স্বাধীনভাবে মতামত তুলে ধরতে পারছে না। মৌলিক মানবাধিকারের দাবিতে সারা বিশ্বে যাঁরা লড়াই করছেন, সেসব লোকদের গল্প ও কণ্ঠস্বর তুলে ধরতেই আমি ইনস্টাগ্রামে এসেছি।“

নিরাপত্তার স্বার্থে চিঠি প্রেরকের নাম ও অবস্থান অস্পষ্ট করে দেওয়া হয়। চিঠিতে লেখা হয়েছে, “আমরা আবার বন্দী হয়ে গেলাম। তালেবান আসার আগে আমরা সবাই ঠিকঠাক কাজে গিয়েছি, স্কুলে গিয়েছি। সব ধরনের অধিকার আমাদের ছিল। আমরা স্বাধীনভাবে আমাদের অধিকার রক্ষা করতে পেরেছি। কিন্তু তারা আসতেই আমরা ভয় পেয়ে গেলাম। আমরা মনে করি, আমাদের সব স্বপ্ন হারিয়ে গেছে। আমাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। পড়ালেখা আর কাজ তো দূরের কথা, আমরা বাইরেই যেতে পারি না। কেউ কেউ বলছে, তারা পাল্টে গেছে। কিন্তু আমি তা মনে করি না। কারণ তাদের ভয়ঙ্কর অতীত আছে।“

ইনস্টাগ্রামের ওই পোস্টে কয়েক আফগান নারীর ছবি এবং দীর্ঘ এক ক্যাপশনও দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। তিনি জানান, আফগানদের সহায়তার এ প্রচেষ্টা তিনি চালিয়েই যাবেন। সেইসঙ্গে এই প্রচেষ্টায় অন্যদেরও শামিল হওয়ার আহ্বান জানান জোলি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন