‘আদি পুরুষ’ চলচ্চিত্রে ভিন্নরূপে প্রভাস

‘আদি পুরুষ’ চলচ্চিত্রের জন্য ভিন্ন এক চেহারায় আসছেন বলিউড তারকা প্রভাস।


বর্তমানে প্রভাস মুম্বাইয়ে তাঁর আসন্ন ‘আদি পুরুষ’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত। এই চলচ্চিত্রে পৌরাণিক চরিত্র রামের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, ‘আদি পুরুষ’ চলচ্চিত্রের জন্য প্রভাস চওড়া গোঁফ রেখেছেন। ওজনও একটু বাড়িয়েছেন তা স্পষ্ট। এই ছবি দেখে প্রভাসকে চেনা কিছুটা কঠিনই হচ্ছে।
‘বাহুবলী’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণি অভিনেতা প্রভাস। পেয়েছিলেন অসংখ্য বিয়ের প্রস্তাব; তাঁর মতো শারীরিক গঠন পেতে ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরিয়েছেন অনেক পুরুষ। কিন্তু এবার নতুন রূপে পর্দায় আসতে গিয়ে ‘আঙ্কেল’, ‘দুধওয়ালা’ সহ নানা কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।
‘আদি পুরুষ’ ছবিতে প্রভাসের বিপরীতে কৃতি শ্যানন সীতার ভূমিকায় অভিনয় করছেন। আর রাবণের ভূমিকায় থাকছেন সাইফ আলী খান।
পূজা হেগড়ের সঙ্গে প্রভাসের অভিনীত ‘রাধে শ্যাম’ চলচ্চিত্রটি আগামী বছর মুক্তি পাবে। এছাড়াও তাঁকে দেখা যাবে ‘সালার’ এবং নাগ অশ্বিনের একটি চলচ্চিত্রে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন