ক্যাটরিনা-ভিকির বিয়ের স্বত্ব বিক্রি!

৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভারতের রাজস্থানে গাঁটছড়া বাঁধছেন সাম্প্রতিককালে বলিউড দুনিয়ার সবচেয়ে আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বেছে বেছে হাতেগোনা কিছু অতিথি বিয়েতে দাওয়াত পেয়েছেন, আর তাদের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত চুক্তিপত্রে সই করতে হচ্ছে। বিয়ের আসরে মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না–বিশেষ করে এমন ঘোষণার পর অতিথিদের অনেকেই বিরক্তিও প্রকাশ করেছিলেন। এমন ঢাকঢাক গুড়গুড় অবস্থার মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে, এই যুগল তাদের বিয়ের অনুষ্ঠানের ভিডিও ও ছবি একটি নামকরা ওটিটি প্লাটফর্মের কাছে বিক্রির প্রস্তাব পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, প্রস্তাবে রাজি হলে বিয়ের অনুষ্ঠান স্ট্রিমিংয়ের বিনিময়ে ১০০ কোটি রুপি পাবেন ক্যাটরিনা ও ভিকি। অনেকে মনে করছেন, এই উদ্দেশ্যেই শুরু থেকেই গোপনীয়তার দিকে এই যুগলের এমন কড়া নজর।

বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও স্বত্ব বিক্রির ঘটনা বলিউডে নতুন হলেও হলিউডে এই ঘটনা নিয়মিতই ঘটে থাকে। পাশ্চাত্যের এই রীতি অনুযায়ী আরেক বলিউড দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও এমন প্রস্তাব পেয়েছিলেন বলে জানা গেছে। তবে এতে তারা নাকি রাজি হননি।

ক্যাটরিনা ও ভিকি যুগলও এই প্রস্তাবে রাজি নন বলে শোনা যাচ্ছে। আপাতত পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ের আসরের জন্য চতুর্দশ শতকের বারওয়ারা দূর্গে কড়া গোপনীয়তার মধ্যেই চলছে নানা প্রস্তুতি। বলিউড থেকে করন জোহর, ফারাহ খান, কবীর খান, রোহিত শেট্টি, বরুণ ধাওয়ান সহ আরও অনেকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীকেও রাজস্থানের বিমানবন্দরে এসে পৌঁছতে দেখা গেছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন