এবার ‘কান্দাহার’-এ আলি ফজল

 

জেরার্ড বাটলার ও আলি ফজল

‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’, ‘ফিউরিয়াস সেভেন’, আসন্ন ‘ডেথ অন দ্য নাইল’-এর পর হলিউডে নিজের চতুর্থ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা আলি ফজল। ‘কান্দাহার’ নামের এই চলচ্চিত্রে তিনি স্কটিশ তারকা জেরার্ড বাটলারের সঙ্গে হাজির হবেন। আফগানিস্তানে কাজ করেছেন এমন এক সামরিক ইন্টেলিজেন্স কর্মকর্তার অভিজ্ঞতার ভিত্তিতে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন রিক রোমান। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ‘সিকারিও’ ও ‘জন উইক’ ফ্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান থান্ডার রোড ফিল্মস।

‘কান্দাহার’ চলচ্চিত্রে বাটলার সিআইএ অপারেটিভ ‘টম হ্যারিস’-এর ভূমিকায় অভিনয় করবেন। মধ্যপ্রাচ্যে গোপন মিশনে থাকা অবস্থায় তার পরিচয় ফাঁস হয়ে যায়। তাকে খুন করার চেষ্টা করতে থাকে স্পেশাল ফোর্স। এই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজ অনুবাদককে নিয়ে আফগানিস্তানের কান্দাহারে তার পোঁছতে হবে, যেখান থেকে তাদের উদ্ধার করা হবে। আগামী বছর সৌদি আরবে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে ফজল বলেন, “নতুন আর রোমাঞ্চকর সব উদ্যোগে আমার বরাবরই আগ্রহ আছে। খুব শীঘ্রই আমরা নির্মাণকাজ শুরু করবো।” তবে চলচ্চিত্রের গল্পে তার ভূমিকা প্রসঙ্গে তিনি বিস্তারিত জানাননি।

সম্প্রতি ফজল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অভিনীত আরো একটি আসন্ন চলচ্চিত্রের ফার্স্ট লুক প্রকাশ করেছেন। আরতি কাদভের পরিচালনায় এই বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্রের ফার্স্ট লুকে ফজলকে মহাকাশচারীর পোশাকে দেখা যায়। এছাড়াও তিনি কিংবদন্তি নির্মাতা সত্যজিত রায়ের কাজ অবলম্বনে নির্মিত ‘রে/রায়’ নেটফ্লিক্স সিরিজে অভিনয় করেছেন। আছেন নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ চলচ্চিত্রেও। গ্যাল গ্যাদতের সঙ্গে তার হলিউড চলচ্চিত্র ‘ডেথ অন দ্য নাইল’ আগামী বছরের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন