সহজ-সরল নির্বিরোধী চেহারার মানুষ বব বিশ্বাস। কিন্তু তার মোটা ফ্রেমের চশমার পেছনে লুকিয়ে আছে সাবলীল এক নৃশংসতা। স্বল্পভাষী এই মানুষটি হাসিমুখে অনায়াসে মানুষ খুন করে। ২০১২ সালে মুক্তি পাওয়া সুজয় ঘোষের ‘কাহানি’ চলচ্চিত্রে এমনই এক ঠাণ্ডা মাথার ভাড়াটে খুনির ভূমিকায় অভিনয় করেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দেয়া সেই চরিত্রটিকে কেন্দ্রে রেখে ৯ বছর পর ‘বব বিশ্বাস’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ। ৩ ডিসেম্বর চলচ্চিত্রটি ভারতীয় ওটিটি পাল্টফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে। এবার বলিউড তারকা অভিষেক বচ্চনের কণ্ঠে শোনা যাবে সেই রক্ত হিম করা সংলাপ, “নমস্কার, এক মিনিট…।’’
‘কাহানি’র মতো ‘বব বিশ্বাস’ চলচ্চিত্রেরও গল্প লিখেছেন সুজয়। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে ইঙ্গিত দেয়া হয় যে বব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আগের কোনো কথাই তার মনে নেই, এমনকি স্ত্রী-সন্তানকেও ভুলে গেছে। তবে পুলিশের সন্দেহ, এই স্মৃতিভ্রম পুরোটাই তার অভিনয়। স্মৃতি হারালেও মানুষ খুনের ব্যবসায় তাকে ফিরতে হবে ঠিকই। চলচ্চিত্রে অভিষেক ছাড়াও আছেন পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, দিতিপ্রিয়া সহ অনেকেই। আর বব বিশ্বাসের স্ত্রীর চরিত্রে আছেন চিত্রাঙ্গদা সিং।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানান, করোনাভাইরাস পরিস্থিতির সময়ই তিনি ‘কাহানি’ প্রথম বার দেখেছেন। তিনি বলেন, “সুজয়ের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তার তুলনায় অনেক বেশি ভালো কাজ করেছে দিয়া।’’ অন্যদিকে সুজয় জানান, অভিষেককেই ‘বব বিশ্বাস’ চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দেয়া হয়েছিলো। তাকে না পেয়েই শাশ্বতকে নেয়া হয়।
‘বব বিশ্বাস’ চলচ্চিত্রের প্রয়োজনে অভিষেককে নিজের ওজন বাড়াতে হয়েছিল। শুটিংয়ের সময় তার ওজন ছিল ১০৫ কেজি।