বাংলাদেশের মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশের ১২টি জেলায় শুরু হলো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন জানায়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও অরুণ ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে এই ১২টি জেলার ১৭টি উপজেলায় মাসব্যাপী এ আয়োজন চলছে।
গতকাল ৮ নভেম্বর চাঁদপুরের মতলব উপজেলা শহরের মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র ‘মুক্তির গান’, জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ এবং হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংসদ মো. নূরুল আমিন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর সহ অনেকে। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সূত্রে জানা যায়, এই চলচ্চিত্র প্রদর্শনী পর্যায়ক্রমে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, বরিশাল, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, পাবনা, মেহেরপুরের ১৭টি উপজেলায় চলবে। উৎসবে মোট ৩০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। এছাড়াও থাকবে মুক্তিযুদ্ধ ভিত্তিক ৭টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে নির্মিত ১১টি প্রামাণ্যচিত্র।