পুরষ্কার ফিরিয়ে দিলেন টম ক্রুজ

অভিনেতা টম ক্রুজ ‘ব্রন অন দ্য ফোর্থ অফ জুলাই’ ছবির জন্য ১৯৯০ সালে প্রথম গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা অভিনেতার পুরষ্কার জেতেন। এরপর ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগিউর’ ও ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ ছবির জন্য সেরা অভিনেতার পুরষ্কার পান তিনি।

অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এর মতো স্ট্রিমিং প্লাটফর্ম এবং স্টুডিওগুলির সঙ্গে প্রতিবাদে শামিল হয়ে অর্জিত পুরষ্কার ফিরিয়ে দিয়েছিলেন টম ক্রুজ। বর্ণবিদ্বেষমূলক অভিযোগ রয়েছে হলিউড ফরেন প্রেস অ্যাসোশিয়েশনের বিরুদ্ধে। এই সংস্থার ৮৭ জন সদস্যের মধ্যে একজনও কৃঞ্চাঙ্গ সাংবাদিক নেই, যারা রয়েছেন তারা সবাই শ্বেতাঙ্গ। এছাড়াও এই সংগঠনের বিরুদ্ধে নারীকে নিয়ে নানা বিদ্বেষমূলক অভিযোগও রয়েছে। এরপর থেকেই এই সংস্থাকে নিয়ে ক্ষুব্ধ টম ক্রুজ সহ হলিউডের একাংশ।

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, এনসিবির তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, হলিউড ফরেন প্রেস অ্যাসোশিয়েশন (HFPA) আভ্যন্তরীণ সংস্কারে উদ্যোগী। যে মাত্রায় তাদের পরিবর্তন আনতে হবে তার জন্য দীর্ঘ সময় প্রয়োজন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন