তাহসানের “অনুভূতির অভিধান”

ব্যক্তিগত জীবন নিয়ে বই লিখেছেন অভিনয় শিল্পী ও গায়ক তাহসান খান। বইটির নাম “অনুভূতির অভিধান”। তারঁ জীবনের অনেক অপ্রকাশিত ঘটনা রয়েছে বইটিতে। ইতিমধ্যে বইটি পাঠকেরা খুব পছন্দ করেছেন। এই বইটিতে একান্তই তাঁর জীবনের ঘটনাগুলো উঠে এসেছে। খুব সাবলীলভাবে ঘটে যাওয়া প্রায় ২০টি অনুভূতির বিষয় তুলে ধরেছেন । হোক সেটা বিবাহ জীবন থেকে বিচ্ছেদ।

বইটির মুখবন্ধ থেকে-

“তাহসান খান, বিনোদন জগতের প্রায় সব কটা জানালায় তাঁর কড়া নাড়ার অভিজ্ঞতা থাকলেও গীতিকার, সুরকার এবং গায়ক হিসেবেই তিনি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
গান আর কবিতা লেখার চর্চাটা অনেক পুরনো, আর তাই নিজেকে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস মস্তিষ্কের কোন এক প্রকোষ্ঠে সুপ্ত অবস্থায় ছিল বলে অনুমেয়। লেখার তাগিদটা ২০২০ সালের মহামারীতে বেগ পেল যখন পুরো বিশ্ব হয়ে গেল স্থবির, আর প্রায় প্রতিটা মানুষই অন্তর্মুখী। সেই অন্তরযাত্রারই ফসল এই ”অনুভূতির অভিধান”। এই অভিধানে স্থান পেয়েছে লেখকের জীবনের কিছু গল্পের ছায়ায় ২০ টি অনুভূতির একান্ত নিজস্ব ভাবার্থ। প্রতিটা গল্পের রয়েছে নিজস্ব প্রাণ। কারো জন্যে গল্পগুলো শুধুই বিনোদন আর কারো জন্যে হয়তো বেঁচে থাকার পাথেয়।”

৭দিন টানা লকডাউনের ফলে স্থগিত রয়েছে সমস্ত কাজকর্ম। বাড়িতে বসেই পহেলা বৈশাখ উদযাপন করেছেন এই অভিনেতা-গায়ক । তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছিলেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন