চলে গেলেন ইনামুল হক

ইনামুল হক। ছবি : সংগৃহীত

অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হক মারা গেছেন। তার জামাতা লিটু আনাম গণমাধ্যমকে ইনামুল হকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ১১ অক্টোবর বিকেলে তিনি রাজধানীর বেইলি রোডের বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ইনামুল হক স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক ছিলেন ইনামুল হক। তার জন্ম ১৯৪৩ সালে ফেনী সদরের মটবী এলাকায়। ইনামুল হক ও তার স্ত্রী লাকী ইনাম নাট্যজগতের মানুষ। তাদের দুই মেয়ে হৃদি হক এবং প্রৈতি হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে তিনি বিএসসি ও এমএসসি শেষ করেন। তারপর যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কলেজে থাকতেই তার মঞ্চের সঙ্গে ঘনিষ্ঠতা। ‘ভাড়াটে চাই’ নাটক দিয়ে অভিনয় জীবনের শুরু। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ১৯৯৫ সালে তিনি গড়ে তোলেন ‘নাগরিক নাট্যাঙ্গন’। জীবনের শেষদিন পর্যন্ত দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন