করোনায় মারা গেলেন কিশোর নন্দলস্কর

করোনা সংক্রমিত হয়ে প্রাণ গেল আরও একটি জনপ্রিয় অভিনেতা- প্রবীণ অভিনেতা কিশোর নন্দলস্কর। হিন্দি ছবির পাশাপাশি মারাঠি ছবিতেও অভিনয় করেছেন এই তিনি। ‘বাস্তব’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মত বলিউডের একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। ১৯ এপ্রিল দুপুরে না ফেরার দেশে পাড়ি দিলেন এই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।

এবিপি নিউজকে কিশোর নন্দলস্করের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন প্রয়াত অভিনেতার নাতি অনিশ। তিনি জানান, কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর কোভিড-১৯ সেন্টারে তাকে ভর্তি করানো হয়েছিল, পরিস্থিতিতি খারাপের দিকে গেলে হাসপাতালে ভর্তি করানো হয়। তবুও শেষ রক্ষা হল না।

১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবি দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন কিশোর। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’, ‘জারা জাপুন কারা’ এমন বহু মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তবে অভিনেতা গোবিন্দার ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ ছবির ‘সন্নটা’ চরিত্রে অভিনয়ের জন্যই দর্শক সবচেয়ে বেশি তাকে মনে রেখেছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন