এই আমাদের সভ্যতা! প্রশ্ন জয়ার

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসান তার ফেসবুক পেজে করা এক পোস্টে লিখেছেন, ‘রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!’

তিনি আরো লিখেছেন, ‘রোজিনার গলায় বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে।’

সাংবাদিক রোজিনাকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে জয়া লেখেন, ‘স্বাধীনতার সুর্বণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো?’

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম ১৭ মে সচিবালয়ে গেলে তাকে অবরুদ্ধ করে রাখেন সেখানকার কর্মকর্তারা। সেই সময়ে তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন রোজিনার স্বজনেরা।

১৭ মে রাতে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় সোপর্দ করে রাষ্ট্রীয় গোপন নথি-পত্র চুরির অভিযোগে মামলা করা হয়। এনিয়ে সরকারের সমালোচনা শুরু হয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টি গণমাধ্যমগুলোতেও গুরুত্ব পেয়েছে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন