৮ অক্টোবর মুক্তি পাবে জেমস বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’।
২০২০ সালের এপ্রিলে ‘নো টাইম টু ডাই’ মুক্তির কথা ছিল। কিন্তু মার্চে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে চলচ্চিত্রটির মুক্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। প্রযোজকদের চারবারের চেষ্টার পর অবশেষে ‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রটি ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তির ঘোষণা দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল আলবার্ট হলে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
সম্প্রতি জিরো জিরো সেভেন–এর অফিশিয়াল টুইটার পোস্টে চলচ্চিত্রটি মুক্তির তারিখ পরিবর্তনের কথা জানানো হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে দর্শকেরা প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি দেখতে পারবেন কি না, এ নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা।
প্রায় তিন শ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রে ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের ভূমিকায় শেষবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ড্যানিয়েল ক্রেইগ। দ্য ডেইলি মেইল জানায়, ক্রেইগের পর কৃষ্ণাঙ্গ সুন্দরী লাশানা লিঞ্চ বন্ডের জায়গা নেবেন। ‘বন্ড ২৫’ চলচ্চিত্রে বন্ডের কোড ০০৭ লাশানার কাছে হস্তান্তরিত হবে বলে শোনা গেলেও এই খবর এখনও অনিশ্চিত।
এদিকে ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়, রিয়ান জনসন পরিচালিত ‘নাইভস আউট’ চলচ্চিত্রের দুটি সিকুয়েল থেকে সম্প্রতি ১০০ মিলিয়ন ডলার আয় করেছেন ক্রেইগ। তবে উত্তরাধিকার হিসেবে অর্থ রেখে যাওয়ার পরিকল্পনা নেই ক্রেইগের। মৃত্যুর আগে বরং নিজের সম্পত্তির বড় একটি অংশ দান করে যেতে চান তিনি।