আগামী ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢালিউড তারকা শবনম বুবলী অভিনীত চলচ্চিত্র ‘চোখ’।
অনামিকা মণ্ডলের সংলাপ ও চিত্রনাট্যে আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’ চলচ্চিত্রে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন নিরব ও রোশান। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানায়, কোরবানির ঈদে ‘চোখ’ প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্র অঙ্গনে অভিষেকের পর ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে জুটিতে একটানা ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন বুবলী। আর পাঁচ বছর পর এই জুটির বাইরে বুবলীর প্রথম চলচ্চিত্র ‘চোখ’ মুক্তি পাচ্ছে।
চ্যানেল আই অনলাইনকে বুবলী বলেন, “সিনেমা ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনও বলিনি শাকিব খান ছাড়া অন্যকারো সঙ্গে অভিনয় করবো না। ভালো পরিচালক, চরিত্র পেলে অন্যদের সঙ্গে অভিনয় করতে চেয়েছি। নায়িকা হিসেবে সবার সঙ্গেই অভিনয় করতে চাই।“
‘চোখ’ ছাড়াও ‘ক্যাসিনো’, ‘রিভেঞ্জ’ ‘তালাশ’ নামে আরও তিনটি চলচ্চিত্রে শাকিবকে ছাড়াই কাজ করেছেন বুবলী। আর শাকিব-বুবলী জুটি বর্তমানে তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় কাজ করছেন।