১ লক্ষ টাকা নিয়ে উধাও পপি, খুঁজে পাচ্ছেন না পরিচালক

হাসান জাহাঙ্গীর নাট্যজগতের জনপ্রিয় এক নাম। একাধারে তিনি একজন চিত্রনাট্যকার, নির্মাতা, অভিনেতা ও লেখক। আরটিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বয়রা পরিবার’-এ ময়মনসিংহের তোতা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। বৈশাখী টেলিভিশনে প্রচারিত ‘চাপাবাজ’ নাটকের নির্মাতাও তিনি এবং সেই সাথে অভিনয়ও করছেন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’।

সম্প্রতি এই নির্মাতা তার আসন্ন ৭ পর্বের ঈদের নাটক ‘আমার বউ সেলিব্রেটি’ কাজ নিয়ে ব্যস্ত আছেন। পরিচালক হাসান জাহাঙ্গীর ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, ‘আমার বউ সেলেব্রিটি….  বৈশাখী টিভি ঈদের ৭ পর্বের ধারাবাহিক। গল্প টিপু মিলন ভাইয়ের। এই নাটকের জন্য গত বছর করোনা মহামারির সময় পপি আমার কাছ থেকে এক লাখ টাকা ব্যক্তিগত কাজের জন্য চেয়ে নিয়েছিল। নাটকের আডভান্স হিসেবে…  বলেছিল খুলনা থেকে এসে আামাকে কয়েকটি নাটকের সিডিউল দিবে। আর দেওয়া হলো না। কোনো এক অজ্ঞাত কারণে পপির মোবাইল বন্ধ পাচ্ছি বহুদিন যাবৎ। তাই বাধ্য হয়ে চিত্রনায়িকা পপির জায়গায় সিমলাকে কাস্ট করা হয়।’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন