হাসপাতালে ভর্তি রান্ধীর কাপূর

কাপূর পরিবারের সময়টা একেবারেই খারাপ যাচ্ছে। গত বছর প্রয়াত হন অভিনেতা ঋষি কাপূর। চলতি বছর (২০২১) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজিব কাপূর। এরপর করোনায় আক্রান্ত হয়েছিলেন নীতু কাপূর এবং রণবীর কাপূর। যদিও বর্তমানে তারা সুস্থ আছেন। এবার করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা রান্ধীর কাপূর। বর্তমানে এই অভিনেতা মুম্বাইয়ের আন্ধেরি কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে হাসপাতালের অন্যতম কর্ণধার ডা. সন্তোষ শেঠি বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার রাতে এই অভিনেতার শ্বাসকষ্ট হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে করোনা পরীক্ষা করানো হলে তার ফলাফল পজিটিভ ধরা পড়ে। ইতিমধ্যে তার যাবতীয় চিকিৎসা শুরু হয়ে গেছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। রান্ধীর কাপূর ও কারিনা কাপূরের ফ্যান পেজ থেকে তার অনুরাগীরা বর্ষীয়ান এই অভিনেতার সুস্থতা কামনা করছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন